শনিবার, ২১ মে, ২০১৬, ০৮:৩৪:৪৬

মুস্তাফিজের ভবিষ্যত আরও উজ্জ্বল করতে যে পরামর্শ দিলেন শোয়েব আখতার

মুস্তাফিজের ভবিষ্যত আরও উজ্জ্বল করতে যে পরামর্শ দিলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে শাসন করার পর আইপিএলে নিজের আধিপত্য ধরে রেখেছেন বাংলাদেশের কাটার মাষ্টার ও হায়দ্রাবাদের পেসার মুস্তাফিজুর রহমান।

১৩ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। মুস্তাফিজের বিপক্ষে খেলতে নামার আগে অনেক হোমওয়ার্ক করেই নামছে প্রতিপক্ষ।

তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডষ্টার ও গতির দানব হিসেবে খ্যাত শোয়েব আক্তার।

মুস্তাফিজুরের বোলিং-এর প্রশংসা করে শোয়েব বলেন, ‘সে এমন একজন পেসার, দ্রুতই প্রতিপক্ষের ব্যাটসম্যাদের বুঝে ফেলে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কিভাবে পরাস্ত করতে হবে তা ভালোভাবেই জানে সে।

রান আটকে রাখার পাশাপাশি প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলটাও ভালোভাবে রপ্ত করেছেন মুস্তাফিজুর। আইপিএলে বেশক’টি ম্যাচে আমরা তা দেখতে পেরেছি। ভবিষ্যতেও সে অনেক ভালো করবে সে। ভবিষ্যতে আরও ভালো করতে হলে তাকে অনেক কাজও করতে হবে।

ভবিষ্যতে ভালো করতে হলে, কি কি কাজ করতে হবে সে বিষয়ে কিছু উপদেশও দিয়েছেন শোয়েব, ‘শুরুতে ভারত ও পাকিস্তানের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন মুস্তাফিজুর। এমনকি তার কাটারে ধরাশায়ী হয় অস্ট্রেলিয়াও। তাই তাকে নিয়ে অনেক দলই অনেক বেশি গবেষণা করছে।

এমনকি আইপিএলেও তার খেলা ভালো করে দেখছে এবং তার বোলিং নিয়ে বিশ্লেষন করছে। তার বোলিং-এর রহস্যগুলো খুঁজে বের করার চেষ্টা করছে।

তাই আমি বলবো, প্রতিপক্ষ যেহেতু তার বোলিং নিয়ে কাজ করছে এজন্য নিজের বোলিং নিয়ে আরও বেশি কাজ করতে হবে মুস্তাফিজুরকে। অনেক বেশি পরিশ্রম করতে হবে। বোলিং-এ আরও আরও ভেরিয়েশন আনতে হবে। ভবিষ্যতে আরও অনেক বেশি নতুনত্ব আনতে হবে ফিজকে।
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে