শনিবার, ২১ মে, ২০১৬, ০৮:৪৮:১৯

টানা ছক্কা মেরে দলকে জেতালেন ধোনি

টানা ছক্কা মেরে দলকে জেতালেন ধোনি

স্পোর্টস ডেস্ক: ম্যাচ জিততে শেষ ওভারে রাইজিং পুনে সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২৩ রান। ক্রিজে মহেন্দ্র সিং ধোনি। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারলেন। পরের বলটি ডট। চতুর্থ বলে মারলেন চার। পরের দুই বলে পুনের দরকার ১২ রান। শেষ দুই বলে টানা দু’টি ছক্কা মেরে পুনেকে জেতান মহেন্দ্র সিং ধোনি।

বেশ কিছুদিন ধরেই স্বরূপে দেখা যায়নি ফিনিশার হিসেবে নাম কুড়ানো ধোনিকে। তবে এদিন কিংস ইলেভেন পাঞ্জবের বিপক্ষে ৩২ বলে ৬৪ রান করে স্বরূপে ফিরলেন তিনি। তাতে খুব একটা লাভ হলো না। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পুনে। পাঞ্জাবও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। ফলে গুরুত্বহীন ম্যাচ জিতে সান্ত্বনার জয় পেল ধোনির পুনে।

এদিন টস জিতে ব্যাটিং নিয়ে গুরকিরাত সিং এবং মুরালি বিজয়ের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে পাঞ্জাব।

শুরুতেই হাশিম আমলা এবং মুরালি বিজয় উড়ন্ত সূচনা এনে দেন পাঞ্জাবকে। ৭ ওভারে ৫৬ রান তুলেন এই দুই ওপেনার। দলীয় ৬০ রানে আমলা ৩০ রান করে আউট হলে ঋদ্ধিমান সাহাও ৩ রান করে আউট হন। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান গুরকিরাত সিং এবং অধিনায়ক মুরালি বিজয়।

৫৮ রানের জুটি করে বিপর্যয় সামাল দেন তারা। ৫৯ রান করে অশ্বিনের বলে শিকার হন বিজয়। বিজয়ের মত গুরকিরাতও হাফসেঞ্চুরি তুলে নেন। ৫১ রান করে তিনিও অশ্বিনের শিকারে পরিণত হন। শেষের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়েই ১৭২ রানে থামতে হয় পাঞ্জাবকে। রবীচন্দ্র অশ্বিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

জবাবে ধোনির দানবীয় ইনিংসে জয় তুলে নেয় পুনে। ৩২ বলে ৬৪ রানের ইনিংসে ৫টি ছক্কা ও চারটি চার মারেন তিনি।
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে