রবিবার, ২২ মে, ২০১৬, ০৯:৪৯:২৩

আজ সাকিব-মুস্তাফিজদের লড়াইয়ের দিনে কঠিন হিসাব-নিকাশের কাঠগড়ায় কলকাতা

আজ সাকিব-মুস্তাফিজদের লড়াইয়ের দিনে কঠিন হিসাব-নিকাশের কাঠগড়ায় কলকাতা

স্পোর্টস ডেস্ক: এবার  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় দিয়ে শুরু হয় বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গম্ভীরের নেতৃত্বে তার দল যেভাবে হাঁটছিল তাতে সবারই ধারণা ছিল দ্রুতই প্লে-অফ নিশ্চিত করবে দলটি। কিন্তু সর্বশেষ দু’টি ম্যাচ হারের কারণে থমকে যায় বর্তমান ফেভারিট দলটি। বরং বিদায় নেয়ার পথেই যাত্রা।

তাই বাংলাদেশ সময় বিকাল ৪টায় ইডেন গার্ডেন্সে শুরু হওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জযের কোনো বিকল্প নেই দলটির।  

আর অন্যদিকে নিয়মানুযায়ী গ্রুপ পর্বে শীর্ষ দু’টি স্থানে থাকতে পারলে প্লে-অফ পর্বে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে সানরাইজার্স। তাই এ ম্যাচে সাকিবদেরকে ছাড় দেবেন না মুস্তাফিজরা। গুজরাটের সমান ১৬ পয়েন্ট অর্জন করলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছেন ওয়ার্নাররা। আজ সেটি ধরে রাখার পালা।

আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা জিতলে মোট পাঁচটি দলের সমান ১৬ পয়েন্ট হবে। তখন রান রেটে সেরা চার দল নির্ধারিত হবে। ম্যাচটিতে কলকাতার সমর্থক ও মেন্টর-সতীর্থদর কাম্য ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আন্দ্রে রাসেল যাতে দলে ফিরেন।
 এতসবের পরও বাংলাদেশের ক্রীড়ামোদীরা অপেক্ষায় থাকবেন সাকিব মোস্তাফিজের জন্যই।
২২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে