রবিবার, ২২ মে, ২০১৬, ১০:২৯:১৩

এখন আর রুবেলকে হ্যাপী বলে ‘খ্যাপানোর’ সুযোগ নেই নাসির-তাসকিনদের

এখন আর রুবেলকে হ্যাপী বলে  ‘খ্যাপানোর’ সুযোগ নেই নাসির-তাসকিনদের

আরিফুর রাজু:  নেটে প্যাকটিস চলছে। আর এ সময়টিতে অনুশীলন ছাড়াও দুই একজন খেলোয়াড় একে অপরের সঙ্গে ইর্য়াকি-দুষ্টামি করে থাকেন। বিশেষ করে নাসির হোসেন ও তাসকিনের কথা না বললেই নয়।  তো এ কথা-সে কথার এক পর্যায়ে রুবেলকে ‘হ্যাপী’ বলে ক্ষেপানো শুরু করলেন সতীর্থ নাসির হোসেন। আর তাতেই উপস্থিত সবাই হো হো করে এক গাল হাসলেন। আর তা খুব মজা করেই পরের দিন সংবাদের শিরোনাম হয়ে গেল।

তবে মজার ব্যাপার হলো রুবেল হোসেনকে এখন আর কেউ হ্যাপী বলে খ্যাপানো সেই সুযোগ আর থাকছে না। কারণ গত বছরের ফেব্রুয়ারীতে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ইসরাত জাহান দোলাকে গোপনেই বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

গোপনে হলেও শেষ পর্যন্ত মিডিয়া ফলাও ভাবে প্রচার হয় বিষয়টি (বিয়ের)। জানা যায় পাত্রীর নাম, গ্রাম কিংবা দেন মোহরে কত টাকা ধরা হয়েছিল  সেটিরও। খোঁজ নিয়ে জানা যায়, ৬ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। বিয়েতে রুবেলের পিতা, মাতা ,চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন। আর সেটি রুবেলও স্বীকার করে নিয়ে ফেসবুকে বউয়ের জন্য দোয়াও চাইলেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং সে ধোঁকা দিয়েছে এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী। এই মামলাকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বাধিক আলোচিত মডেলে রূপান্তরিত হয়েছিলেন তিনি। মামলা দায়েরের দিন থেকে দীর্ঘ ৬মাস পর্যন্ত এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। যার ফলে হ্যাপী রাতারাতি চলে আসেন লাইম লাইটে। এর পরবর্তীতে হ্যাপী তাবলীগ জামাতে গিয়ে নিজেকে ইসলামের পথে মনোনিবেশ করেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন।
২২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে