রবিবার, ২২ মে, ২০১৬, ১১:৩০:৩৪

আজ মুস্তাফিজদের হারালেই চলবে না, আরো যা যা করতে হবে সাকিবদের

আজ মুস্তাফিজদের হারালেই চলবে না, আরো যা যা করতে হবে সাকিবদের

স্পোর্টস ডেস্ক:  এবার আইপিএল জয় দিয়ে যাত্রা শুরু হয় বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।  গম্ভীরের নেতৃত্বে দলটি যেভাবে হাঁটছিল তাতে সবারই ধারণা দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করবে দলটি। কিন্তু সর্বশেষ দু’টি ম্যাচে হারের কারণে থমকে যায় দলটি। বরং বিদায় নেয়ার পথেই যাত্রা তাদের।

তবে আর যাই হোক বাংলাদেশ সময় বিকাল ৪টায় ইডেন গার্ডেন্সে শুরু হওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জযের কোনো বিকল্প দেখছে না শাহরুখের দলটি।  

আর অন্যদিকে নিয়মানুযায়ী গ্রুপ পর্বে শীর্ষ দু’টি স্থানে থাকতে পারলে প্লে-অফ পর্বে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে সানরাইজার্স হাযদরাবাদ। তাই এ ম্যাচে সাকিবদেরকে ছাড় দেবেন না মুস্তাফিজরা। গুজরাটের সমান ১৬ পয়েন্ট অর্জন করলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছেন ওয়ার্নাররা। আজ সেটি ধরে রাখার পালা।


সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, গম্ভীর বাহিনীকে নেট রান রেট বাড়িয়ে রাখতে হবে। শেষ চারে ওঠার লড়াইয়ে রয়েছে ছ’টি দল। অঙ্কের বিচারে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলটি বর্তমান ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বিব্রত অবস্থায় আছে। তাই তো কেকেআরের অধিনাযক গম্ভীর জানিয়ে দিলেন, আজকে ম্যাচটি  আমাদের জন্য কোয়ার্টার ফাইনালে রুপ নিয়েছে। আকাশ পরিস্কার হওয়াতে আমরা দারুণ খুশি।

তবে আর যাই হোক অপেক্ষা করতে হবে ইডেনের মাঠ কার হয়ে কথা বলে। সেটি দেখতে আমাদের অপেক্ষো করতে হবে বিকাল ৪টা পর্যন্ত।
২২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে