রবিবার, ২২ মে, ২০১৬, ১২:৪৫:২০

অ্যান্ডারসন তোপে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

অ্যান্ডারসন তোপে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:হেডিংলি টেষ্টর প্রথম ইনিংসে অ্যান্ডারসন ও ব্রডের বোলিং তোপে ৩৬.৪ ওভারে মাত্র ৯১ রানে শেষ শ্রীলংকা ইনিংস। ফলোআনে পরে ব্যটিংয়ে নেমে আবারও অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ের মুখে পরে মাত্র ৩৫.৩ ওভারে গুটিয়ে যায় লংকানরা। তবে এবার তাদের রান তোলার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। দ্বিতীয় ইনিংসে তারা ১১৯ রানে অলআউট হয়ে হেরে গেছে ইনিংস ও ৮৮ রানে।
ফলোঅনে পড়ে শ্রীলংকা দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রথম দিনেই। ১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা শ্রীলংকা সবকটি উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে ১১৮ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লংকানদের কোমর সোজা করে দাঁড়াতে দেননি জেমস অ্যান্ডারসন। লংকান টপ অর্ডারকে একাই গুঁড়িয়ে দেওয়া এই ইংলিশ গতি তারকা ২৯ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংসে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা দাঁড়ালো ১০। তবে প্রথম ইনিংসের তুলনায় একটু খরুচে অ্যান্ডরসন। লংকানদের বিপক্ষে এক টেস্টে এটাই কোন ইংলিশ পেসারের সেরা বোলিং ফিগার। এরআগে ২০১৪ সালে হেডিংলিতে দুই ইনিংসে ১৭৬ রান দিয়ে ৯ উইকেট পেয়েছিলেন লিয়াম প্ল্যাঙ্কেট।
শ্রীলংকার হয়ে যা একটু রান করেছেন কুশল মেন্ডিস। ৬৮ বলে আট চারের সাহায্যে তার ব্যাট থেকে এসেছে ৫৩ রান। এছাড়া লাহিরু থিরিমান্নে ১৬ ও কুশল সিলভা ১৪ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অ্যান্ডারসনের টেস্টে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন স্টিভেন ফিন। মঈন আলী ২ ও স্টুয়ার্ট  ব্রড ৫৭ রানের বিনিময়ে পেয়েছেন ১টি করে উইকেট।
প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। যেখানে জনি বেয়ারস্টো ১৪০ ও অ্যালেক্স হেলস ৮৬ রানের ইনিংস খেলেন। ৩টি করে উইকেট নিয়েছিলেন দুসান শানাকা ও দুশমন্ত চামারা। দুই ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরও ম্যাচসেরা জেমস অ্যান্ডাসন নন, জনি বেয়ারস্টো।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, চেস্টার-লি-স্ট্রিটে।
২২ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে