রবিবার, ২২ মে, ২০১৬, ০৪:২২:২৯

আইপিএলে ‘নায়ক’ হচ্ছেন মুস্তাফিজ, অলরাউন্ডার সাকিব হবে কী?

আইপিএলে ‘নায়ক’ হচ্ছেন  মুস্তাফিজ, অলরাউন্ডার সাকিব হবে কী?

স্পোর্টস ডেস্ক: ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল-এ) প্রথম পর্বের শেষটায়ও রোমাঞ্চের অপেক্ষা। প্রথম পর্বের শেষদিনে আজ গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ভাগ্য নির্ধারিত হবে চারটি দলের। এর এক ম্যাচে দ্বৈরথে নামছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজের রহমান।

দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে সাকিবের কলকাতা নাইট রাইডার্স মোকাবিলা করবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদকে। প্লেঅফ পর্বের টিকিট পেতে জয়ের বিকল্প নেই কলকাতার। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় সানরাইজার্স।

আসরের এক সময় হায়দরাবাদের প্লেঅফ রাউন্ড নিশ্চিতই দেখাচ্ছিল। তবে শেষ ম্যাচে হারলে রানরেটে সুযোগ হারাতে পারে হায়দরাবাদও। আজ গুরুত্বপূর্ণ অপর ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মোকাবিলায় নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে সমান ১৪ পয়েন্ট সংগ্রহ ব্যাঙ্গালোর ও দিল্লির ।

এবারের আইপিএল-এ সানরাইজার্স দলে বড় চমক মুস্তাফিজ। বাংলাদেশি এ পেসার চলতি আসরে ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। তবে সাকিব আল হাসানের নৈপুণ্যর চিত্রটা এবার মিশ্র অভিজ্ঞতার।  কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে এবার ৯ ম্যাচে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ১০৭ রান।

সর্বোচ্চ ৬৬*। তবে বল হাতে তেমন নৈপুণ্যে পাওয়া যায়নি সাকিবকে। ২৭ ওভারে স্পেলে এবার সাকিবের শিকার ৪ উইকেট। আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতয়ি সর্বাধিক ৪২ উইকেটের কৃতিত্ব বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানেরই।

এতে ৮২ উইকেট রয়েছে নাইট রাইডার্সের  ক্যারিবীয় অফস্পিনার সুনীল নারাইনের। নাইট রাইডার্সের ব্যাট হাতে ৪১ ম্যাচে সাকিবের সংগ্রহ ২২.২৭ গড়ে ৪৯০ রান। এবারের আইপিএল-এ ব্যাট হাতে রেকর্ড গড়া নৈপুণ্য রয়েছে সাকিবের। গুজরাট লায়ন্সের বিপক্ষে  ইউসুফ পাঠানের সঙ্গে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাকিব।

আইপিএল ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল কলকাতা নাইট রাইডার্সের ওয়াইজ শাহ-অ্যাঞ্জেলো ম্যাথিউস জুটির। ২০১০’র আইপিএল-এ পঞ্চম উইকেট জুটিতে ১৩০ রানের রেকর্ড গড়েন তারা।

এবারের আইপিএলের সবচেয়ে বড় চমকটা মুস্তাফিজুর রহমানই। আসরের ৫০ ম্যাচ শেষে ইনিংসে সবচেয়ে সাশ্রয়ী বোলিংয়ের কেড ছিল মুস্তাফিজের। পাঞ্জাবের বিপক্ষে চার ওভারের স্পেলে ৯ রানে দুই্‌ উইকেট নেন বাংলাদেশি এ কাটার-মাস্টার।
তবে আসরের ৫১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চার ওভারের স্পেলে ৮ রানে চার উইকেট নিয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙেন গুজরাট লায়ন্সের ক্যারিবয়ি স্লো মিডিয়াম পেসার ডোয়াইন স্মিথ। আসরে মুস্তাফিজের শিকার ১৫ উইকেট। সর্বাধিক ১৭ উইকেট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘানের। তবে এবারের আইপিএলে সবচেয়ে সাশ্রয়ী বোলারের ছবিটা ২০ বছরের মুস্তাফিজেরই। আসরে মুস্তাফিজের ইকোনমি গড় সর্বনিম্ন ৬.৬১।
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে