রবিবার, ২২ মে, ২০১৬, ০৬:৩৩:১৯

মুস্তাফিজদের কঠিন লড়াইয়ের বার্তা দিলেন সাকিবরা

মুস্তাফিজদের কঠিন লড়াইয়ের বার্তা দিলেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক: এ যেন আবেগ ছাপিয়ে অঙ্কের খেলা। সানরাইজার্সের বিরুদ্ধে লড়াইয়ে জিতলে নিশ্চিন্তে থাকবেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। অঙ্কের হিসাবে তাঁকে অপেক্ষা করতেই হবে রাতে বেঙ্গালুরু ম্যাচের দিকে। তাই প্রথমে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে প্রথম ব্যাট করে কঠিন লড়াইয়ের বার্তা দিলেন সাকিবরা।

নির্ধারতি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ দাঁড় করেছেন সাকিবের কলকাতা। বাঁচা-মরার এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স। আর ব্যাট করে মাঠে নেমেই শুরুতেই ঝড়ো ব্যাটে শুভ সূচনা কলকাতা।

শুরুতেই বিধ্বংসী খেলা উপহার দেন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীর। তাদের জুটিতে আসে ৪১ রান। তবে দলের পক্ষে সবোচ্চ ৫২ রান করেন ইউসুফ পাঠান। এছাড়াও মানিষ পাণ্ডে ব্যাট থেকে আসে ৪৮ রান।

এদিন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি। ১০ বল খেলে মাত্র ৭ রান করে আউট হন সাকিব। তবে হায়দারাবাদের হয়ে ৪ ওভার বল করে একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। রান দিয়েছেন ৩২। এখন সাকিবের কলকাতার বিপক্ষে জয় কুড়াতে হলে ব্যাট হাতে মুস্তাফিজের করতে হবে ১৭২ রান।
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে