মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০১:০২:১৮

শ্রীলঙ্কার বিপক্ষে অসি দলে ফিরলেন হেনরিকস

শ্রীলঙ্কার বিপক্ষে অসি দলে ফিরলেন হেনরিকস

স্পোর্টস ডেস্ক: বছর তিনেক আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট খেলেছিলেন ময়েজেস হেনরিকস। সবশেষ ভারত সফরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ফের জাতীয় দলে ফিরলেন হেরনিকস। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্টের জন্য ঘোষিত ১৫ জন সদস্যের অসি দলে জায়গা পেয়েছেন তিনি। আগামী ২৬ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

আসন্ন সফরে মিচেল স্টার্কের পরিবর্তে লঙ্কানদের বিপক্ষে খেলবেন হেনরিকস! গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন স্টার্ক। এদিকে শ্রীলঙ্কার উইকেটের কথা মাথায় রেখেই হয়তো দলে স্পিনারদের গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। দলে রয়েছেন দু’জন বিশেষজ্ঞ স্পিনার, নাথান লিওন ও স্টিফেন ও’কিফ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক রড মার্শ বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনকে মাথা রেখেই এই স্কোয়াড তৈরি করা হয়েছে। একজন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছে হেরনিকস। খেলেই নিজেকে প্রমাণ করেছে। তা ছাড়া স্পিনবান্ধব উইকেটেও সে ভালো খেলে। ফিটনেস নিয়ে বেশ পরিশ্রম করে। আমরা বিশ্বাস করি, আমাদের আস্থার প্রতিদান দিতে পারবে হেনরিকস।’

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট খেলেছেন হেরনিকস। ব্যাট হাতে ৩২.২০ গড়ে নামের পাশে যোগ করেছেন ১৫৬ রান। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ৮১*। বল হাতে দুটি উইকেট দখলে নিয়েছেন চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আলো ছড়ানো হেনরিকস।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, জ্যাকসন বার্ড, জো বার্নস, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিফেন ও’কিফ, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, নাথান কোল্টার-নাইল, জস হ্যাজেলউড ও ময়েজেস হেনরিকস।-বাংলামেইল
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে