বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১২:৫৪:৩৩

২০ লক্ষ মানুষকে ইসলামের শীতল ছায়ায় এনেছেন মোহাম্মদ আলী

২০ লক্ষ মানুষকে ইসলামের শীতল ছায়ায় এনেছেন মোহাম্মদ আলী

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আলী একটি অধ্যায়, একটি ইতিহাস। যুগের পর যুগ মুসলমানদের হৃদয়ে ও বিশ্ব ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন ইসলাম গ্রহণ করা এই মানুষটি।

দ্যা গ্রেটেস্ট মোহাম্মদ আলী ‘অ্যাকসেপ্টেন্স অফ ইসলাম বাই গ্রেট পারসোনালিটিজ অ্যান্ড থিঙ্কার্স’নামে একটি বই লিখেছেন। এখানে জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তিনি।

এই বইয়ে লেখা রয়েছে ২০ লক্ষ আমেরিকানকে ইসলামের সু-শীতল ছায়ায় এনেছেন তিনি। মোহাম্মদ আলী তার লেখা বিখ্যাত এই বইয়ে লিখেছেন ১৯৬৪ সালে ফ্লোরিডায় আমি সর্ব-প্রথম শুনলাম আল্লাহ একজন।

এটি শোনার পরে আমার মাথা ঘুরে গেল। পরে আবার জানতে পারলাম মাহানবী (সঃ) আল্লাহর একজন নবী ও রাসূল। তখন আমার ধারনা পুরোই পাল্টে গেল।

আমি বুঝতে পারলাম যিশু (ঈশা নবী) আল্লাহর একজন নবী। আলী লিখেছেন পরে আমি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেই। ইসলাম গ্রহণ করেই জীবনের আসল ঠিকানা খুঁজে পাই। রোজা-নামাজ শিখে নেই।

আলী লিখেছেন, ইসলাম গ্রহনের পরে ইসলাম প্রচারের দায়িত্বে নেমে পরি। অন্তত ২০ লক্ষ আমেরিকানকে আমি ইসলামের সু-শীতল ছায়ায় আনতে পেরেছি।

আলী লিখেছেন তিনি তার বাড়িতে একটি বড় মসজিদ ও কোরআন শিক্ষাকেন্দ্র স্থাপন করেন। পরে এই ধরনের প্রতিষ্ঠান স্থাপন ও ইসলাম প্রচারের কাজেই নিজেকে নিয়োজিত করি। সূত্র: মোহাম্মদ আলীর লেখা বই থেকে
৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে