বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০১:৩২:৫৭

সেই গোল্ড-আলিমদারকে জামাই আদর, বাংলাদেশের বিপক্ষে অবিচারমূলক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি!

সেই গোল্ড-আলিমদারকে জামাই আদর, বাংলাদেশের বিপক্ষে অবিচারমূলক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি। বাংলাদেশ আইসিসির গুরুত্বপূর্ণ সদস্য দেশ। মুস্তাফিজ-মাশরাফির দারুণ ভক্ত আইসিসির কর্মকর্তারাও।

এর পরেও এবার বাংলাদেশের বিপক্ষে অবিচারমূলক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সেই বিতর্কিত গোল্ড-আলিমদারদের জামাই আদর, বাংলাদেশের বিপক্ষে অবিচারমূলক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি!

ভারতের বিপক্ষে একটি ম্যাচে ষড়যন্ত্র করে বাংলাদেশকে হারিয়ে দেয়া ইয়ান গোল্ড ও আলিমদার ঠিকই জামাই আদর পেয়েছে। গতবারের মত এবারও বঞ্চিত বাংলাদেশ। সম্প্রতি আম্পায়ারদের এলিট প্যানেল ঘোষণা করে আইসিসি।

এখানে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার। ২০১৫-২০১৬ মৌসুমের জন্য ১২ সদস্য বিশিষ্ট আম্পায়ারদের এলিট প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ।

বহুল আলোচিত গোল্ড-আমিদারকে ঠিকই রেখেছে আইসিসি। দেখে নিন-এই তালিকাটিঃ  

আম্পায়ারদের এলিট প্যানেলঃ আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস জিফনি, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবরা, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দারাম রভি, পল রাইফেল এবং রড টাকার।
৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে