শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১০:৪৩:৫০

পাঁচ দিনের পরিবর্তে এবার চার দিনের টেষ্ট ম্যাচ!

পাঁচ দিনের পরিবর্তে এবার চার দিনের টেষ্ট ম্যাচ!

স্পোর্টস ডেস্ক: পাচ দিনে পরিবর্তে এবার চার দিনের টেষ্ট ম্যাচ করার পেরিকল্পনা করছে অাইসিসি।সল্প দৈর্ঘ্যর ক্রিকেটের ভিড়ে দিন-দিন জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখার লক্ষ্যে তাই প্রতিনিয়তই বিভিন্ন প্রদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।একটা সময় টেষ্ট ক্রিকেট ছিল ছয় দিনের।

কলিন গ্রেভস পাঁচ দিনের বদলে টেস্ট ক্রিকেট চার দিনে আয়োজন করার ব্যাপারে আইসিসিকে আহবান জানিয়েছেন। তার ভাষ্যমতে এতে করে, একই সাথে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি কমে আসবে স্বাগতিক দেশগুলোর খরচও।

কলিন গ্রেভস গতবছর এই প্রস্তাব পেশ করলেও তার কথায় কেউ সাড়া দেয়নি।তবে এখন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই ছাড়া চার দিনের টেস্ট ম্যাচ আয়োজনের এই নীতিটি বাকি দেশগুরো সমর্থন জানিয়েছে।

এ বিষয়ে কলিন গ্রেভস বলেন, “আমি টেস্ট ক্রিকেট ভালবাসি তবে চারদিকে টেস্ট ক্রিকেটে যেভাবে দর্শক ক্ষরা তৈরী হচ্ছে তা আমাকে ভাবাচ্ছে, এর জন্য আমাদের কিছু করা উচিত।”

পাশাপাশি চারদিনের টেস্ট ম্যাচকে সমর্থন দিয়ে বলেন, “এটা শুধু চারদিনের ক্রিকেটই নয়, এটা টেস্ট ক্রিকেটকে নতুন রুপ দান করা। অনেক প্রশ্ন উঠলেও যা আমাদের টেস্ট ক্রিকেটকে আবার বাঁচিয়ে তুলবে।”

চুড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এ বিষয়ে আইসিসির আগামী বোর্ড-সম্মেলনে চার-দিনের টেস্ট ম্যাচের প্রস্তাব করা হবে।আর যদি এই নিয়ম পাস হয়ে যায় তবে আগামী বছর থেকে পাচ দিনে বদলে চার দিনের টেষ্ট ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে।
১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে