বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০২:৫৩:১২

বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে যে আন্তর্জাতিক ম্যাচ সেটি ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সেনাপতি মাশরাফি বিন মুর্তজা।

মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বলেছেন, ভেতরে কি আলোচনা হচ্ছে তা আমি জানি না। তবে এটাই জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজ আয়োজন নিয়ে বদ্ধপরিকর।

জাতীয় দলের অধিনায়ক বলেন, আমি মনে করি ক্রিকেটের যে সংস্কৃতি রয়েছে সেটা মেনে চলবে ইংল্যান্ড। মাশরাফি ইংল্যান্ডের সফর সম্পর্কে বলেন, বাংলাদেশের মানুষ সব দেশের খেলা দেখে। ইংল্যান্ড বাংলাদেশে আসলে তাদেরও যথেষ্ট সন্মান দেখাবে দেশের মানুষ। মাশরাফি বলেন, বাংলাদেশের মানুষ একটি দ্বি-পাক্ষীয় লড়াই দেখতে মুখিয়ে আছে।

তিনি মনে করেন, সঠিক সময়ে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে