নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে ইচ্ছুক পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির রাহাত সাংবাদিকদের বলেন, ‘সাবেক আইজিপি নূর মোহাম্মদের জন্য তার ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য সাবেক এই আইজিপি মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানান রাহাত।
সম্প্রতি কিশোরগঞ্জ-২ আসনে নির্বাচনী শো-ডাউন করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পুলিশের সাবেক এই আইজিপি। ১৭ সেপ্টেম্বর সকালে কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরযান শোভাযাত্রা শুরু করেন পুলিশের সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ। প্রায় ৫০ কিলোমিটার সড়কে নির্বাচনী শো-ডাউনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে করে ব্যানার ও ফেস্টুনসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন কর্মী সমর্থকরা।
এ সময় রাস্তার দু’পাশে হাত নেড়ে নূর মোহাম্মদকে অভিনন্দন জানান এলাকাবাসী। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন রোববারও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
আজ ঢাকা বিভাগের টাঙ্গাইল থেকে আব্দুর রাজ্জাক, ঢাকা-৬ থেকে আবদুস সোবহান গোলাপ, ঢাকা- ৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শরিয়তপুর-১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, গাজীপুর কালিগঞ্জ থেকে চিত্র নায়ক ফারুক, ঢাকা- ৮ থেকে সাবেক ছাত্রনেতা সুত্রাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ এবং ঢাকা- ৬ থেকে সাবেক ছাত্রনেতা সবচেয়ে কম বয়সী(২৬) তরুন মাহমুদুল হক জেমসসহ ২০০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগের চট্রগ্রাম-১ আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী -৩ থেকে নাট্য অভিনেত্রী শমী কায়সার, চাঁদপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, লক্ষীপুর সদর থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া -১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, চট্রগ্রাম -১২ আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ ১৭০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ময়মনসিংহ বিভাগের জামালপুর- ৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, নেত্রকোনা-৩ আসনে সাবেক সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ-৭ আসনে নুরুল আলম পাঠান মিলনসহ ৭৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
রাজশাহী বিভাগের জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুর হাট-১ আসন থেকে সাবেক ছাত্রনেতা মো. তৌফিদুল ইসলাম বুলবুল, জয়পুরহাট-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ ৭৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
খুলনা বিভাগের মাগুরা- ১ সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনে ছাত্র লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগসহ মনোনয়ন নিয়েছেন ৭৯ জন।
রংপুর বিভাগে দিনাজপুর-৩ আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৫ আসনে জেলা স্বেচ্ছা সেবক লীগের দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ঠাকুরগাঁও -৩ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ ৭৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
সিলেট বিভাগে সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ ২৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল -৫ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বরিশাল সদর আসনে জেবুন্নেসা আফরোজ হীরণসহ ৮৮জন মনোনয়ন ফরম নিয়েছেন।