শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৬:৫৯

কিশোরগঞ্জের তিন আসনে তিন রাষ্ট্রপতির ছেলে

কিশোরগঞ্জের তিন আসনে তিন রাষ্ট্রপতির ছেলে

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের তিনটি আসন থেকে নির্বাচন করছেন বর্তমান ও সাবেক তিন রাষ্ট্রপতির সন্তান। কিশোরগঞ্জ-১, ৪ ও ৬ আসনের এই তিন প্রার্থীই আওয়ামী লীগের টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নৌকার প্রার্থী অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জাজ ও জাজেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. রেজাউল করিম খান চুন্নু।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে লড়ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রেজোয়ান আহমেদ তৌফিক এমপি। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত রাষ্ট্রপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন। তার প্রতিদ্বন্দ্বী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ঐক্যফ্রন্টের আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে