কিশোরগঞ্জ : কিশোরগঞ্জর পুরান পৌর শহরে থানা এবং বয়লা এলাকার দুইটি মিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে বেরিয়ে এসেছে ভেজালকারবারীদের ভয়ানক বাণিজ্য।
সোমবার (২৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণের এ অভিযানে গিয়ে দেখা যায় নিম্নমানের মরিচ, হলুদ কিংবা ধনিয়া সঙ্গে মেশানো হচ্ছে ধানের কুড়া ও টেক্সটাইল রংসহ অন্যান্য উপকরণ।
জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার শরীফের মসলা মিলে ধানের কুড়া ও হলুদ মিশিয়ে ধনিয়া প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বয়লা এলাকার মেহেক অটোক্রাসিং মিলে রং মিশিয়ে মরিচের গুঁড়ো প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মিলটি থেকে তিনশ কেজি রং মেশানো মরিচের গুঁড়ো জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও মো. ইব্রাহীম হোসেন জানান।