কিশোরগঞ্জ থেকে : প্রতিবারের মতো এবারের ঈদও পরিবারের সাথে আনন্দে কাটানোর কথা ছিল ফরহাদ আহমেদের। কিন্তু তার কারণেই পুরো পরিবারের যে ঈদ আনন্দ শোকের মাতমে পরিণত হয়ে যাবে সেটা কেউ ভাবতেও পারেনি।।
গতকাল রবিবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী ফরহাদের (২০) মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।। ঈদের দিন সোমবার সকাল ১১টার দিকে তার লা'শ কিশোগঞ্জের বাড়িতে নেওয়া হয়।
নিহত ফরহাদ কিশোরগঞ্জের জেলার ইটনা উপজেলার বড়িবাড়ি গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে। ঈদের আগের দিন ফরহাদের মৃ'ত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সকালে তার লা'শ বাড়িতে পৌঁছার পর মাতম শুরু করেন স্বজনরা।
ফরহাদের মৃ'ত্যুতে কিশোরগঞ্জ-৪ আসনের (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
নিহতের পারিবার জানায়, ফরহাদ আহমেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা নেয়ার পর তার অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে ফরহাদ মৃ'ত্যুর কোলে ঢলে পড়েন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক শ্রী নারায়ন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে ফরহাদ মা'রা যান।