কিশোরগঞ্জ থেকে : বৃষ্টি উপেক্ষা করে পানি পড়া নিতে হাজারো মানুষের ঢল নেমেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শনিবার সুখিয়া ইউনিয়নের চর পলাশ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি পড়া নিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ চর পলাশ মাঠে আসতে থাকেন। কেউ পানি ভর্তি বোতল নিয়ে, আবার কেউ বোতলে তেল নিয়ে সমবেত হন। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো নারী-পুরুষের ভিড় জমে যায়। এরমধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেন, যেহেতু এক এক করে বোতলে ফুঁক দেওয়া সম্ভব নয়, তাই মাইকে ফুঁক দেওয়া হয়। সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু জানান, তিনি পীর নন, সাধারণ মানুষের মতই। তার নাম সুবজ। ময়মনসিংহের ভালুকায় তার বাড়ি।
কোরআন ও হাদিসের আলোকে তিনি মানুষকে কিছু উপদেশ দিয়েছেন। প্রায় ২০ মিনিটের মত তিনি মঞ্চে অবস্থান করেন। এ সময় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু মঞ্চে উপস্থিত ছিলেন।