ভৈরব (কিশোরগঞ্জ) : করোনাভাইরাসের সং'ক্রমনরোধে কিশোরগঞ্জের ভৈরবে ফের লকডাউনের ৫ম দিন চলছে। শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত ভৈরবকে লকডাউন ঘোষণা করে স্থানীয় উপজেলা প্রশাসন। এই লকডাউনে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার টাতা জ'রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার ২৪ ঘণ্টায় ভৈরব বাজারে প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য করে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৯টি প্রতিষ্ঠান মালিককে ১ লাখ ১৫ হাজার টাকা জ'রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভৈরব বাজারের চকবাজার, টিনপট্রি, রাণীরবাজার, হলুদপট্রিসহ বিভিন্ন এলাকায় অভি'যান চালিয়ে এ জ'রিমানা করা হয়।
অভি'যানে ব্যবসায়ী হারুন মিযা, মো. মাসুদ মিয়া, মো. সুজন মাহমুদ, মো. মোশাররফ, হাজি মিলন ও আশরাফসহ প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার। ব্যবসায়ী তুষারর মিয়াকে ২ হাজার, নজরুল ইসলামকে ১০হাজার, আনোয়ার হোসেনকে ১২ হাজার ও এক সিএনজিচালককে ১ হাজার টাকা জ'রিমানা করা হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, করোনাভাইরাসে আক্রা'ন্ত ও মৃ'তের হার বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। কেউ লকডাউন অমান্য করলে তার বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা নেওয়া হবে।