কিশোরগঞ্জ থেকে : চিকিৎসায় প্রতা'রণা করলে কেউ রেহাই পাবে না বলে হু'শিয়ারি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বৃহস্পতিবার বিকালে ভৈরবের ট্রমা সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে দুর্নী'তি ব'ন্ধ করে দেশের মানুষের চিকিৎসা সেবা উন্নত করার ব্যবস্থা নেয়া হয়েছে। সেবাখাতে যারা অন্যায় অনিয়ম দুর্নী'তির সঙ্গে যুক্ত তাদের কাউকে সরকার ছাড় দিচ্ছে না। চিকিৎসা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতা'রণা করলে কেউ রে'হাই পাবে না।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ও স্থানীয় চিকিৎসকরা।
স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, এখন থেকে সারা দেশের জেলা উপজেলা এলাকায় সরকারী বেসরকারী সব হাসপাতালে সাধারণ নিরীহ মানুষকে সেবা দিচ্ছে কিনা তার নজরদারি আমরা বাড়িয়েছি। একজন গরিব মানুষ ডাক্তারের কাছে গেলে অযথা ১০টি টেস্ট দেবে এসব করতে দেয়া হবে না। দেশের হাসপাতালে কোটি কোটি টাকার যন্ত্রপাতি বাক্সব'ন্দি করে ন'ষ্ট করছে এবং কেনাকাটায় দুর্নী'তির অ'ভিযো'গ সরকার খতিয়ে দেখছে। অতীতে স্বাস্থ্যখাতে অনেক কিছু হয়েছে এগুলি এখন আর আমরা বলতে চাই না। মানুষ এখন দেখুক আমরা ভালোর দিকে যাচ্ছি।