কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল আলম মুক্তাকে বিদেশি রিভলবারসহ আট'ক করেছে র্যাব।
রোববার রাত ১০টার দিকে তাড়াইল বাজার থেকে অভি'যান চালিয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আট'ক করে। মুক্তা তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম. শোভন খান জানান, রাত ১০টার দিকে গোপনে খবর পেয়ে তাড়াইল বাজার থেকে আট'ক করা হয় ফকরুল আলম মুক্তাকে। এ সময় তার দেহ তল্লাশি করে ইংল্যান্ডে তৈরি একটি রিভলবার পাওয়া যায়। এ ব্যাপারে তাড়াইল থানায় অ'স্ত্র আইনে মা'মলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও তাকে ইয়াবাসহ আ'টক করা হয়েছিল বলে জানায় র্যাব।