কিশোরগঞ্জ থেকে : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কোনাপাড়া গ্রামে মসজিদের ইমাম মিজানুর রহমান খোকন হত্যায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ওই নারীর ভাইকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দু'জনকে যথাক্রমে দুই লাখ টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- কোনাপাড়া গ্রামের বিলপাড়ার দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৯) ও তার ভাই মনির হোসেন (২৫)।
নিহত ইমাম হাফেজ মো. মিজানুর রহমান খোকন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ আগস্ট রাতে ইমাম মিজানুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন সকালে পুলিশ তার বস্তাবন্দি লাশ এবং নম্বরবিহীন একটি ওয়ালটন মোটরসাইকেল উদ্ধার করে। জড়িত সন্দেহে ওইদিনই ময়না আক্তার ও তার ভাই মনিরকে আটক করে পুলিশ। পরে নিহতের ভাই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
মামলায় ময়না ও মনিরকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ময়না আক্তার বলেন, ইমাম মিজানুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন সম্ভ্রম বাঁচাতে তিনি মিজানুরকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। তারপর ভাই মনিরের সহায়তায় লাশ বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে আসেন।
মামলার তদন্ত কর্মকর্তা কুলিয়ারচর থানার এসআই কোহিনুর মিয়া ২০১৭ সালের ২৪ এপ্রিল ময়না আক্তার ও মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস মামলাটি পরিচালনা করেন।