কিশোরগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম মহসচিব মাওলানা মামনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল থেকে উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
শনিবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় চলে এ হামলা, ভাঙচুর ও সংঘর্ষ চলে।
হামলাকারীরা কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউএনওর বাংলো, রাজা ত্রৈলোক্য নাথ মহারাজ স্মৃতি লাইব্রেরিসহ বহু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে। হামলাকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ।
কুলিয়ারচরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসীও হামলা-ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।