কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক পিঠা উৎসবে কলাপিঠা খেয়ে ৩৪ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ডায়রিয়ায় আক্রান্ত সবাই উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের বাসিন্দা। তারা সবাই আত্মীয়স্বজন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টায় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসান আল তুরাবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত তিনটা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একে একে তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ৩৪ জন রোগীর মধ্যে দুজনের অবস্থা খুব খারাপ ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। অন্যদের অবস্থা স্থিতিশীল। সাধারণত ব্যাকটেরিয়া ইনফেশন থেকে এটি হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ভয়ের কিছু নেই তারা সবাই দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে।
এদিকে এলাকাবাসী জানায়, প্রতিবছর শীতে এই পরিবারটি পিঠা উৎসব করে সব আত্মীয়-স্বজনকে দাওয়াত করে খাওয়ায়। এবারের আয়োজনে ছিল কলাপিঠা। ওই গ্রামের কৃষক সালাহউদ্দিন এ পিঠা উৎসবের আয়োজন করেছিলেন। তিনি নিজেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্তরা বলেন, কলাপিঠা তৈরি করে সোমবার সকাল থেকে এগুলো আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানো ও খাওয়া হচ্ছিল। পিঠা খেয়ে রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে তারা। সবারই পেটে প্রচণ্ড ব্যাথা, ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়ে যায়।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাতেমা বেগম বলেন, ‘পুরো হাসপাতাল এখন ডায়রিয়ার রোগী। তাদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।’