এমটি নিউজ ডেস্ক : এমন খবরে পরিবারের সবাই খুশি। এক সঙ্গে চার সন্তানের জননী হয়েছেন লাকি আক্তার (২২)। বুধবার (৬ এপ্রিল) কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুই মেয়ে। আবার এদের তিন জনেরই ওজন দুই কেজি করে।
এক জনের ৫০ গ্রাম কম। তবে চার ভাইবোন ভালো থাকলেও মা লাকি আক্তার ভালো নেই। তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
লাকি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সেমাইকান্দি গ্রামের টেইলার মাস্টার ফাইজুর রহমানের স্ত্রী। ফাইজুর জানালেন, এরাই তাঁদের প্রথম সন্তান। স্ত্রীকে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। আজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা লাকির অস্ত্রোপচার করেন। ফাইজুর রহমান বলেন, চার সন্তান এক সঙ্গে পেয়ে পরিবারের সবাই খুশি।
এদিকে, এক সঙ্গে জন্ম নেওয়া চার শিশুকে দেখতে হাসপাতালে এসে ভিড় করছেন অনেকে। কেউ কেউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডেও ঘুরে আসছেন।
হাসপাতালের শিশু বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা. মাহমুদা আক্তার জানান, চারটি বাচ্চার মধ্যে তিনজনের ওজনই দুই কেজি করে। এক জনের ওজন ৫০ গ্রাম কম। বাচ্চাগুলো সুস্থ আছে। তবে তাদের অসুস্থ মা আইসিইউতে থাকায় বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।