সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১১:৪১:৫৫

টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার দিলেন ৬০ ছাত্রী

টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার দিলেন ৬০ ছাত্রী

নূর মোহাম্মদ  কিশোরগঞ্জ: কেউ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিডি সাইক্লোহোলিক কিশোরগঞ্জ নামে একটি সংগঠনের মাধ্যমে তারা নিচ্ছেন সাইকেল চালানোর প্রশিক্ষণ। এবার টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার করিয়েছেন সংগঠনের ৬০ সদস্য।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ পৌর শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় সেতুতে দাঁড়িয়ে একশজনকে ইফতারের প্যাকেট করেন তারা।

সংগঠনের ফারাবি হাসান বলেন, সংগঠনের ৬০ জন শিক্ষার্থী নিজেদের টিফিনের টাকা জমিয়ে এ আয়োজন করে। সবাই সমানভাবে চাঁদা দিয়ে একশজন মানুষকে ইফতার করায়।

একটা সাইক্লিং কমিউনিটি তৈরি করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে বলে জানায় সংগঠনটির সদস্যরা।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে