কিশোরগঞ্জ : বিড়াল পুষতে খুব ভালোবাসেন সোহান। কিশোরগঞ্জ শহরের করগাঁও বাসস্ট্যাণ্ড এলাকার এই যুবক সাত মাস আগে ঢাকা থেকে একটি পার্সিয়ান জাতের বিড়াল ছানা কেনেন ২৮ হাজার টাকায়।
গত রোববার তার আদরের বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে তার সন্ধানে জেলা শহর ও শহরতলী জুড়ে দিন-রাত মাইকিং করা হয়। ফেসবুকেও দেওয়া হয় পোস্ট। তবে শেষ পর্যন্ত ভালোবাসার ‘অ্যালেস্কা’কে খুঁজে পেয়েছেন সোহান।
জানা গেছে, সোহান পেশায় বিকাশ ডিস্টিবিউটর। তার বাবার নাম হুমায়ুন কবীর। সাত মাস আগে ঢাকা থেকে পার্সিয়ান জাতের এ বিড়াল ছানাটি ২৮ হাজার টাকায় কেনেন। ভালোবেসে বিড়াল ছানার নাম রাখেন ‘অ্যালেস্কা’। তাকে পরিবারের সবাই খুব আদর করে।
গত রোববার দুপুর থেকে ‘অ্যালেক্সা’কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা থেকে শহর ও শহরের আশপাশের এলাকায় বিড়ালটির সন্ধান চেয়ে মাইকিং করা হয়। পোস্ট দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। এ ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিড়ালের সন্ধানে এমন প্রচারণা শহরবাসীর মধ্যেও কৌতুহল সৃষ্টি করে।
তবে শেষ পর্যন্ত ফেসবুকের কল্যাণেই বিড়ালটি খুঁজে পেয়েছেন সোহান।
এ বিষয়ে বুধবার বিকালে সোহান বলেন, কোনো অবস্থাতেই যখন ‘অ্যালেস্কা’র খোঁজ মিলছিল না, তখন থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘অ্যালেক্সা’কে নিয়ে এক কলেজছাত্রীর পোস্ট দেখে ছুটে যাই সদর উপজেলার কালটিয়া গ্রামে। সেখানে গিয়ে আদরের বিড়ালটি খুঁজে পাই।
তবে ওই কলেজ ছাত্রীর দাবি, করগাঁও বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে বিড়াল ছানাটি পেয়ে কাছে টেনে নিয়ে আদর করেন এবং তাকে নিয়ে সেলফি তোলেন। তবে বিড়ালটি পথ হারিয়ে দিগ্বিদিক ঘুরছে ভেবে তাকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে যান।-যুগান্তর