বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১১:৩৬:০২

'আলহামদুলিল্লাহ, আমরা সাত ভাই একত্রে পবিত্র ওমরাহ সম্পন্ন করলাম'

'আলহামদুলিল্লাহ, আমরা সাত ভাই একত্রে পবিত্র ওমরাহ সম্পন্ন করলাম'

এমটিনিউজ২৪ ডেস্ক : বর্তমানে যেখানে দুই ভাইয়ের মধ্যেই মিল থাকে না সেখানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দুই মায়ের ঘরের সাত ভাই একসঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তারা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের মাওলানা আবদুল বারীর দুই স্ত্রীর সন্তান। বিষয়টি ইতোমধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। 

এই সাত ভাইয়ের একজন ড. ফরিদ আহমদ সোবহানী (বকুল) তার ফেসবুক আইডিতে সাত ভাইয়ের একসঙ্গে ওমরাহ পালেনে একটি ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। ছবির পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সাত ভাই (7-Sobhani) একত্রে পবিত্র ওমরাহ সম্পন্ন করলাম। মহান আল্লাহ আমাদের প্রত্যেকের নেক আমলসমূহ কবুল করুন।’

মাওলানা আবদুল বারী দুটি বিয়ে করেছেন। তার দুই স্ত্রীর ঘরে জন্ম নেন সাত ছেলে। বড় স্ত্রী হালিমা খাতুনের সন্তান শিব্বির আহমেদ সোবহানী (আঙ্গুর), ড. ফরিদ আহমদ সোবহানী (বকুল) ও হাসান আহমেদ সোবহানী (এমরান) এবং ছোট স্ত্রী হামিদা বেগমের ঘরে জন্ম নেন ছহুল আহমদ সোবহানী (রায়হান), মোস্তাক আহমদ সোবহানী (রেজুয়ান), শফিক আহমদ সোবহানী (শিবলী) ও রফিক আহমদ সোবহানী (ইকবাল)। বর্তমানে তারা স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত।

পাকুন্দিয়া উপজেলা পুলেরঘাটে অবস্থিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন জামে মসজিদের খতিব মাওলানা শিব্বির আহমদ সোবহানী (আঙ্গুর), ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী (বকুল), স্থানীয় পুলেরঘাট বাজারের সোবহানী ট্রেডার্সের মালিক ছহুল আহমদ সোবহানী (রায়হান), হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) হাসান আহমদ সোবহানী (এমরান), বাংলাদেশ টেলিভিশনে জনপদ বিভাগের সমন্বয়ক মোস্তাক আহমদ সোবহানী (রেজুয়ান), আবুল খায়ের গ্রুপের স্টোর অফিসার শফিক আহমদ সোবহানী (শিবলী) ও সদ্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন  রফিক আহমদ সোবহানী (ইকবাল)।

জানা গেছে, গত বুধবার (১১ জানুয়ারি) সাত ভাই একসঙ্গে পবিত্র ওমরাহ পালনের  উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। সৌদি আরবে তারা মোট ১১দিন অবস্থান করবেন। ওমরাহ পালনের পাশাপাশি তারা পবিত্র মক্কা ও মদীনা নগরীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলেও জানা গেছে।

প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর জামাতা আনোয়ার রোজেন বলেন, উনাদের বাবা আবদুল বারী প্রখ্যাত আলেম ছিলেন। পারিবারিক ও ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষার ভিত্তিটা বাবার থেকেই পেয়েছেন। বর্তমান সমাজে ভাইয়ে ভাইয়ে এমন দৃঢ় বন্ধন খুব কমই চোখে পড়ে। অনেকের দৃষ্টিতে এক বাবার দুই পরিবারের সন্তানদের পবিত্র ও মহৎ কাজের এমন দৃষ্টান্ত সকলের জন্য শিক্ষণীয়। এ বিষয়টি ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

তিনি আরও বলেন, তাদের বাবা প্রয়াত হয়েছেন এক দশক আগে। অনেকেই ভেবেছিলেন, বাবার মৃত্যুর পর হয়তো ওই বন্ধনে চিড় ধরবে। কিন্তু সেটা হয়নি বরং আরও মজবুত হয়েছে। সাত ভাই বাবার নামে একটি ট্রাস্ট গঠন করে সেটির মাধ্যমে সমাজসেবামূলক (দরিদ্রদের শিক্ষা সহায়তা, যাকাত প্রদান ইত্যাদি) কার্যক্রম পরিচালনা করছেন। উনারা সবার কাছে দোয়া চেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে