আরিফ আজগর : শেখ হাসিনা সরকারের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনবার তুলে নিয়ে চাপ দাওয়া হয়েছিল বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। তাকে রাজধানীর বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন তিনি।
এসময় একটি বাহিনীর পক্ষ থেকে তাকে পাস করিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও তাকে পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সকল প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি।
শুক্রবার (১৪ মার্চ) রাতে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান মনিরুল হক সাক্কু।
সাক্ষাৎকারে সাক্কু জানান, আমি কুমিল্লা সিটি করপোরেশনে দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। কুমিল্লার মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন। কুমিল্লার মানুষের কারণেই আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ২০২২ সালের সিটি নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমি দলের হাই কমান্ডকে বলেছিলাম, আমাদের কুমিল্লার সিটটা বিএনপির সিট। এখানে বিএনপির ভোটব্যাংক। অন্য কোনো দল এখানে কোনোদিন জিততে পারবে না। কিন্তু দল আমার কথা আমলে না নিয়ে উল্টো বহিষ্কার করল।
২০২২ সালে বহিষ্কার হওয়ার পর থেকে আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। তিন বছর অতিবাহিত হলো আমি আমার কাজ বন্ধ করিনি। যতদিন বেঁচে থাকব, ততদিন দলের জন্য কাজ করে যাবো। বিএনপি আমার অস্তিত্ব। দল আমাকে দূরে সরিয়ে রাখলেও আমি বিএনপি থেকে পিছপা হবো না। আমি মারা গেলে যেন বিএনপির পতাকায় মুড়িয়ে আমায় দাফন করা হয়।
সামনের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাক্ক বলেন, যে নির্বাচন আগে দেওয়া হবে আমি দলের কাছ থেকে সেটির জন্য মনোনয়ন চাইব। জাতীয় নির্বাচন কিংবা সিটি করপোরেশন নির্বাচন। যেটা আগে হবে সেটিতেই প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করছি দল বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে আমাকে মনোনয়ন দেবে।
বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সাক্কু জানান, আমি প্রতিটি ওয়ার্ডে ইফতারসহ বিভিন্ন প্রোগ্রাম করছি। দলের ঊর্ধ্বতন নেতাদের সাথে আমার যোগাযোগ আছে। আমাকে তিন বছর হলো বহিষ্কার করা হলো, কিন্তু এই তিন বছরে আমার তিনজন নেতাকর্মীও আমাকে ত্যাগ করেনি। আমি আমার নেতাকর্মীদের সংগঠিত রেখে যাচ্ছি। সরকার পতনের আগেকার দলের প্রতিটি কর্মসূচি পালন করেছি। মহাসচিব আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন কাজ করে যাও। আমি একটা কর্মসূচিতেও বসে থাকিনি।
সাক্কু বলেন, আমাকে অন্য দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হইনি। জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে ডেকে বলেছিলেন, তুমি জাতীয় পার্টিতে যোগ দাও তোমার স্ত্রীকে এমপি বানিয়ে দেবো। কিন্তু আমি তাকে সরাসরি বলেছিলাম, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যেতে পারবো না।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি বাহিনীর সদস্যরা আমাকে বাসা থেকে তিনবার তুলে নিয়ে যায়। একবার নিয়ে গিয়েছিল সাবেক মন্ত্রী হাছান মাহমুদের কাছে। হাছান মাহমুদ আমাকে পাস করিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। বাহিনীটি আমাকে গুম করে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু তাদের লোভে কিংবা ভয়ে পড়িনি। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। যতদিন বাঁচব, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাবো। দল আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি দলের প্রতি সবসময়ই কৃতজ্ঞ। সূত্র: ঢাকা পোস্ট