শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১১:৪৯:০৪

ময়মনসিংহ নগরীর চরপাড়া থেকে বের করে দেয়া সেই চিকিৎসক দম্পতি করোনা আক্রা'ন্ত নন

ময়মনসিংহ নগরীর চরপাড়া থেকে বের করে দেয়া সেই চিকিৎসক দম্পতি করোনা আক্রা'ন্ত নন

নিউজ ডেস্ক : প্রাণসংহা'রী ভাইরাস পজেটিভ হওয়ায় ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল ডা. হামিদা আক্তার সেঁওতিকে। সঙ্গে তার স্বামীকেও। কিন্তু দুজনের কেউ করোনা আক্রা'ন্ত নন। এর আগে ডা. সেঁওতি নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে পোষ্ট করে করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডা. হামিদা আক্তারের একটি স্ট্যাটাস তুলে ধরে অনেকে এই চিকিৎসক দম্পতির সুস্থতা কামনা করছেন। পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসীর আচরণে।

সেই ডা. সেঁওতি পূনরায় তাঁর ফেসবুকের টাইমলাইনে তিনি ও তাঁর ডা. স্বামীর করোনা করোনা আক্রা'ন্ত কিনা তা জানতে পাঠানো স্যাম্পলের রির্পোট নেগেটিভ এসেছে জানিয়ে আরেটি স্ট্যাটাস দিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বসে বিভিন্ন জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভি'ডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ
হাসিনাও বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘মানুষ আত'ঙ্কগ্রস্থ হয়ে অনেক সময় অমানুষে পরিণত হয়। কীভাবে একজন মানুষকে বের করে দিবেন, বা একজন ডাক্তার সে যদি অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে? এই ধরনের ঘটনা কেন বাংলাদেশে ঘটবে। বাংলাদেশের মানুষকে তো এত অমানবিক হওয়ার কথা না।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে