শুক্রবার, ০৫ জুন, ২০২০, ১০:৫১:১৪

৪৩ দিন ধরে মর্গে পড়ে আছে ছেলের লা'শ, লিখিতভাবে গ্রহণে অনিচ্ছা বাবার

 ৪৩ দিন ধরে মর্গে পড়ে আছে ছেলের লা'শ, লিখিতভাবে গ্রহণে অনিচ্ছা বাবার

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আরাফাত (১৭) নামের এক কিশোরকে করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল ময়মনসিংহ নগরীর সূর্য কান্ত (এসকে) হাসপাতালে ভর্তি হয়। 

ভর্তির দুদিন পর ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মা'রা যায় আরাফাত। পরে করোনা সন্দেহে কিশোরটির লা'শ নেয়নি পরিবার। যদিও মৃ'ত্যুর পর নমুনা পরীক্ষায় আরাফাতের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এরপরও ৪৩ দিন যাবত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের হিমঘরে পরে থাকে ওই কিশোরের লা'শ। মৃ'ত্যুর ৪২ দিন পর গত বুধবার আরাফাতের বাবা মজনু মিয়া কোতোয়ালী থানায় লিখিতভাবে লা'শ গ্রহণের অনিচ্ছার কথা জানান।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, কিশোরটির বাবা ত্রিশালের ঠিকানা ব্যবহার করলেও তার ছেলে থাকত ফুলবাড়ীয়া উপজেলার আছিম গ্রামে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, পরিবার ও এলাকাবাসীর কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে ত্রিশালের সাংবাদিক ফারুক লা'শ গ্রহণ করে ত্রিশালে পাঠান এবং ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিমের সহযোগিতায় ও উপস্থিতিতে ৪ জুন বৃহস্পতিবার রাত ১১টার দিকে ত্রিশাল পশু হাসপাতালস্থ পৌর গোরস্থান ধর্মীয় রীতিতে লা'শ দা'ফন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে