ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে সরকারি যাকাত ফান্ড থেকে যাকাত ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার ইমদাদুল হক প্রমুখ।
পরে সরকারি যাকাত ফান্ড থেকে সাত জন ইমাম মুয়াজ্জিনকে ৪ হাজার ৩০০ টাকা করে সাহায্য ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে দুইজনকে ১২ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ইসলামের প্রকৃত খেদমতদার। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, কাকরাইল মসজিদের জমি দিয়েছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নির্মাণ করেছেন। আর জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলা-উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন, ইমাম মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতন দিচ্ছেন, মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং কওমি মাদরাসা সনদের অনুমোদন দিয়েছেন। সর্বোপরী আওয়ামী লীগ ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাবে বেঁচে থাকার উপায় করে দিয়েছেন।