রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ০৭:৪৫:১২

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে জমিতে ধানের বীজ ফেলতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ওই গ্রামের প্রয়াত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (৮)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশে জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার ছেলে আব্দুল্লাহ। ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে