শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২০:৫৪

বেকারদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ সরকারের

বেকারদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ সরকারের

এমটিনিউজ২৪ ডেস্ক : বেকারত্ব কমাতে দেশব‍্যাপী নতুন উদ‍্যোক্তা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব‍্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক মো. কাওসার মতিন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি প্রশিক্ষণ সেন্টারে তরুণ উদ‍্যোক্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, জনসংখ্যার দিক থেকে দেশ খারাপ সময় পার করছে। দিনে দিনে কর্মক্ষম তরুণদের সংখ‍্যা বাড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে বেকারত্ব কমাতে নতুন উদ‍্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব‍্যাংকের মাধ‍্যমে এডিপির অর্থায়নে কাজ করছে সরকার। এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ‍্যমে কর্মক্ষেত্র তৈরি হবে। 

দেশের তরুণ উদ‍্যোক্তাদের নিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এটি বাংলাদেশ ব‍্যাংকের ১৯তম প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ব‍্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এবং এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম বলেন, ‘উদ‍্যোক্তা হব, দেশ গড়ব’ স্লোগান নিয়ে বাংলাদেশ ব‍্যাংক দেশব‍্যাপী এই প্রকল্প নিয়ে কাজ করছে। আজকে যারা এই কর্মশালায় অংশ নিয়েছেন তারা আগামী দিনে দেশের সফল উদ‍্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আশা করছি ২০ দিনব‍্যাপী এই কর্মশালায় নতুন উদ‍্যোক্তারা ভালো কিছু শিখতে পারবে। যা দেশের কর্মসংস্থান তৈরিতে কাজে লাগবে। 

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন এনসিসি ব‍্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই শাখার প্রধান শরীফ মোহাম্মদ মহসিন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব‍্যাংকের যুগ্ম পরিচালক এবং এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী, বাংলাদেশ ব‍্যাংক ময়মনসিংহ শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ারুল মোর্সেদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ ফাইজুর রহমান, কো-ট্রেইনার মো. কামরুল ইসলাম প্রমুখ। 

কর্মশালার কো-ট্রেইনার মো. কামরুল ইসলাম জানান, এনসিসি ব‍্যাংক ময়মনসিংহ শাখা এই কর্মশালার আয়োজক। বাংলাদেশ ব‍্যাংকের নির্দেশনায় ৭০ জন নতুন উদ‍্যোক্তার মধ‍্য থেকে দীর্ঘ প্রক্রিয়ায় যাছাই বাছাই করে ২৫ জনকে কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তারা ২০ দিনব‍্যাপী কর্মশালায় অংশগ্রহণ শেষে সনদ গ্রহণ করবেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে