মুন্সিগঞ্জ : ২২ দিন ইলিশ ধরা নিষেধ থাকলেও নদী বেষ্টিত মুন্সিগঞ্জের জেলেদের জন্য কোনো বরাদ্দ মেলেনি। তাই চালের দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার মেঘনার শাখা নদী পাড়ে জেলেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জেলা মৎস্য অফিসের নিবন্ধন করা ৯ হাজার ৮১৩ জন জেলে ২০ কেজি চালের বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন। এদিকে, নদীতে মাছ ধরতে না পেরে ও বরাদ্দকৃত চাল না পাওয়ায় মানবেতর দিনযাপন করছে স্থানীয় জেলেরা।
এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিয়ুর রহমান জানান, আমার জেলার জেলেরা ইলিশ ধরা বন্ধ মৌসুমে ২০ কেজি করে চালের বরাদ্দ পাননি। তাদের জন্য এ চাল বরাদ্দ আনার চেষ্টা করা হচ্ছে।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম