মুন্সীগঞ্জ : ছেলে অপহরণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়।
নিজ সন্তানকে অপহরণের অভিযোগে আলমগীর বেপারীকে আটক করে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।
অপহৃত শিশুর নাম আবির হোসেন (৮)।
পুলিশ জানায়, রংমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবিরকে তার বাবা একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে আবিরকে উদ্ধার করে।
অপহরণের অভিযোগে তার বাবা আলমগীর বেপারীকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, তিন বছর আগে আলমগীর বেপারীর সঙ্গে স্ত্রী আনিকা আক্তার কণিকার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আবির তার মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতো।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর