সোমবার, ১৫ মে, ২০১৭, ০১:৩৮:২০

আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জে ২০০ বাড়িঘর বিধস্ত

আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জে ২০০ বাড়িঘর বিধস্ত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আজ সোমবার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, রাঢ়ীখাল ও বাঘরা এলাকায় প্রায় ২০০ বাড়িঘর বিধস্ত হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি ও  গাছ উপড়ে গেছে। দুইটি গাভী মারা গেছে। অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঘোলঘরস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরও ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝড়ের পর বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। গাছপালা উপড়ে পড়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে।

প্রত্যক্ষদর্শী কোলাপাড়া গ্রামের মিতুল হোসেন জানান, সকাল ৭টার দিকে আকস্মিক ঝড়ে মুহূর্তের মধ্যে অনেক বাড়িঘর পেজো তুলার মত উড়িয়ে নিয়ে যায়। কয়েক মিনিটের এই ঝড়ে লন্ডভন্ড করে দেয়া বাড়িঘর। তিনি জানান, শুধু কোলাপাড় গ্রামেই অন্তত ৫০টি ঘরবাড়ি বিধস্ত এবং দুটি গরু মারা গেছে। পাশের রাঢ়ীখালে  তিন দোকান বাজারে ৪০টি দোকান বিধস্ত হয়। আটটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এ ছাড়া বাঘড়া, আল আমিন বাজার, বীর তারা ভাগ্যকূল এলকায় বহু বাড়িঘর বিধস্ত ও  গাছ পাড়া উপড়ে গেছে। ১৫ জন চিকিৎস্যা নিয়ে । এর মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জেলা লৌহজং, টঙ্গীবাড়ি, সিরাজদিখান এবংইই সদর উপজেলায় এই ঝড়ে গাছ পাড়া উপড়ে যায়। তবে ব্যাপক কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্তদের সরকারি সব রকম সহায়তা প্রদান করা হবে। শ্রনগরের ইউএনও ও এসি (ল্যান্ড) ঘটনাস্থলে রয়েছে। জরুরি সাহায্য প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।  
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে