প্রেমিকাকে নকল দিতে গিয়ে কারাগারে প্রেমিক
মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রেমিকার জন্য নকল নিয়ে পরীক্ষা হলে গিয়ে ধরা খেল এক প্রেমিক। এবারের জেএসসি/জেডিসি পরীক্ষায় প্রেমিকাকে নকল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় প্রেমিক।
ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়া কলিম উল্লাহ কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্রে। আটক প্রেমিক উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের জজ মিয়ার ছেলে শরীফ হোসেন।
শরীফ পরীক্ষার্থীর প্রেমিক বলে দাবি করে।
গজারিয়া থানা পুলিশ জানায়, সোমবার জেএসসি/জেডিসির বাংলা ২পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী প্রেমিকাকে নকল দেয়ার সময় শরীফ হোসেনকে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ফারজানা জামান পাবলিক পরীক্ষা-১৯৮০-এর ০৯ ধারা আইন অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।।
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�