মুন্সীগঞ্জ ডেস্ক: মুন্সীগঞ্জ সিরাজদিখানে কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী এলাকায় ঘটনাটি ঘটেছে। লাশ চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বৃহস্পতিবার সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকেন।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগে চম্পকদী গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী ফাতেমা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেলে বাড়ির পাশে চম্পকদী কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর এতদিন পর বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী কবরটি খনন অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা ওই কবরের ভেতরে লাশের কোনো অস্তিত্ব পাননি। অন্যদিকে ওই কবরস্থানের পাশেই হারুণ সরদার নামে আরেকজনের লাশও পাওয়া যায়নি। সেখানে অনেক কবর খনন করে দুর্বৃত্তরা ৫টি লাশ নিয়ে যায়।
স্থানীয় মিঠুন শেখ জানান, ফজরের নামাজ পড়ে বের হয়ে কবরস্থানে আম কুড়াতে গিয়ে তিনি ১২-১৪টি কবর খনন অবস্থায় দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখেন ৫টি কবরের ভেতরে লাশ নেই।
জৈসনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম দুদু বলেন, লাশ চুরির ঘটনাটি দুঃখজনক। পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নেবেন।
এমটি নিউজ/এপি/ডিসি