গজারিয়া (মুন্সীগঞ্জ): গজারিয়ায় শুক্রবার রাতে পুলিশের সামনে একটি জিপ গাড়ির চাকা ফেটে যায়। পরে গাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজাগুলো জব্দ তালিকা করে এবং গাড়িটি আটক দেখিয়ে মামলা প্রক্রিয়া চলছে বলে জানান ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. আলমগীর হোসেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এএসআই হাবিব, এএসআই মোস্তাফিজকে নিয়ে আমি দায়িত্ব পালন করছিলাম। এ সময় বাউশিয়া এলাকায় সজিব পাম্পের বিপরীত পাশে ঢাকামুখি একটি সাদা জিপ গাড়ির চাকা ফেটে গিয়ে থেমে যায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক গাড়ি লক করে পালিয়ে যান। তখন থেকে গাড়িটি পুলিশের নজরদারিতে রাখা হয়। শনিবার সকালে গাড়িটি পাখির মোড় এনে স্থানীয় লোকজনের সামনে লক ভেঙ্গে ভেতর থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস