শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ০৩:২২:২৭

পদ্মা সেতুর কাজ হয়েছে ৫৬ শতাংশ: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর কাজ হয়েছে ৫৬ শতাংশ: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৬ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। শুক্রবার জাজিরা প্রান্তে বসছে সেতুর পঞ্চম স্প্যান। আবহাওয়া ভালো থাকলে বিকাল ৩টার মধ্যে স্প্যান বসবে।’

শুক্রবার (২৯ জুন) সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এছাড়া ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চার লেন সড়কের কাজ আগামী বছর অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কাজ পরিদর্শন করছেন সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। এজন্য অন্য কারও পরামর্শ লাগবে না। এটা আমাদেরই দায়িত্ব। দেশের সংবিধান অনুসারে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।’
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘আমি কোনও প্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত না করে শুধু এটুকু বলতে চাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান।

এ সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা চাই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। আমরা পৃথিবীর যেকোনও দেশের নির্বাচন কিংবা অভ্যন্তরীণ বিষয় নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা কখনও বলিনি।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে