বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪:২৩

একেই বলে ভাগ্য, নদী থেকে নৌকায় লাফিয়ে ওঠলো ১৭ কেজির কাতল মাছ!

একেই বলে ভাগ্য, নদী থেকে নৌকায় লাফিয়ে ওঠলো ১৭ কেজির কাতল মাছ!

মুন্সীগঞ্জ: একেই বলে ভাগ্য, নদী থেকে নৌকায় লাফি'য়ে ওঠলো ১৭ কেজির কাতল মাছ! পদ্মায় ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ এক নৌকায় লাফি'য়ে উঠেছে । মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায় বুধবার (০৪ ডিসেম্বর) ভোরে ওই মাছটি লাফি'য়ে ওঠে।

জানা যায়, প্রতিদিনের মতোই মধ্যরাত থেকে মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন তৈয়ব মিয়া। এ সময় ভোরের দিকে হঠাৎ করে তার নৌকায় লাফি'য়ে ওঠে একটি বড় সাইজের কাতল মাছ। একপর্যায়ে ওই মৎস্য শি'কা'রিরা বহু ক'ষ্টে মাছটি টে'নেহিঁচ'ড়ে নৌকায় আ'ট'কাতে সক্ষ'ম হন।

পরে সকাল ৭টায় মাছটি বিক্রির উদ্দেশে মাওয়াঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎ'সুক জনতা ও আড়তে ভিড় জমায় বিশাল আকৃতির কাতলা মাছটি এক নজর দেখার জন্য।

১৭ কেজি ওজনের এ মাছটির দাম ২১ হাজার টাকা ডাক উঠেছে। তাৎক্ষ'ণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ।

তিনি আরও জানান, পদ্মায় ১৭ কেজির কাতল মাছ ভেসে বা লাফি'য়ে উঠতে সচরাচর দেখা যায় না। তা ছাড়া দীর্ঘদিন পর লাফি'য়ে ওঠা এ সাইজের মাছ প্রথম দেখেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে