নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া সংলগ্ন জসলদিয়া গ্রামের মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে জ্বরে চাচী- ভাতিজার মৃ'ত্যু হয়েছে। মৃ'ত্যুর আগে জ্বরের লক্ষ'ণ দেখে পরিবারের শ'ঙ্কা ‘করোনাভাইরা'সে’ তাদের মৃ'ত্যু হয়েছে। তবে ইউএনও বলেছেন, করোনা ভাইরাসের মত লক্ষ'ণ নয়।
রবিবার দিবাগত রাত ২টায় লৌহজংয়ের জসলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) হঠাৎ জ্ব'রে আ'ক্রা'ন্ত হয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে মা'রা যায়। এর আগে রবিবার সকাল ৮টায় তার চাচী মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪) একই ভাবে মা'রা যান।
শামীমা বেগমের দেবর মীর শিবলু জানান, তার ভাবী রবিবার সকালে জ্ব'র জ্ব'র অনুভব করেন। আস্তে আস্তে জ্ব'র বেড়ে যায়। একই সাথে শরীরের বিভিন্ন অংশে চাক চাক র'ক্তের দা'গ দেখা যায়। মাত্র ঘন্টা খানেকের মধ্যেই তার মৃ'ত্যু হয়। এর পর রবিবার রাতে তার ভাই মীর সোহেলের ছেলে আব্দুর রহমান (৩) এমনি ভাবে জ্ব'র জ্ব'র অনুভব করে মাত্র ঘণ্টা খানেকের মধ্যে মা'রা যায়। তার শরীরেও রক্তের চা'ক চা'ক দা'গ দেখা যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো হয়েছে। শামীমা বেগমের দা'ফন সম্পন্ন হয়েছে। তবে শিশু রহমানের দা'ফন এখনও সম্প'ন্ন হয়নি। তার মৃ'তদে'হটি চিকিৎসকরা দেখছেন।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সেখানে লোক পাঠানো হয়েছে। তিনি এসে রিপোর্ট দিলে সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটি করোনাভাইরা'স কী না। সিভিল সার্জনসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে।
লৌহজংয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুজ্জামান সোমবার বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে বলেন, এখানে চিকিৎসক এসেছেন, খোঁ'জ খবর করা হচ্ছে। ডা. কামরুল হাসান পাটোয়ারী পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। আরও একটি টিম পথে রয়েছে।
ইউএনও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্য কোন কারণে মৃ'ত্যু হয়েছে। করোনাভাইরাসের মত লক্ষ'ণ নয়।
চীনে করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাই'রাসে দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ ৪৪ জন। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। সূত্র : ইত্তেফাক