নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় বন্যায় ত'লিয়ে গেছে মানুষের মাথা গোঁ'জার ঠাই। নদীর স্রোতে ভে'ঙে গেছে মসজিদ, মাদ্রাসা, স্কুল। বানবাসী মানুষের দিন কাটছে ক'ষ্ট ও অনিশ্চয়তায়।
এরই মাঝে ভে'ঙে যাওয়া মসজিদে সকালে ঈদুল আজহার নামাজ পড়তে দেখা গেছে গ্রামবাসীদের। এই ছবিটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া গ্রামের। পদ্মার তী'ব্র স্রোতে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে মসজিদের একাংশ। বাকি অংশ রয়েছে কোনোমতে টিকে। সেখানেই শনিবার ঈদের নামাজ পড়লেন গ্রামবাসী।