শুক্রবার, ০২ জুলাই, ২০২১, ১১:১১:১০

কঠোর লকডাউনে আয়োজিত বিয়ের খাবার এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন ভ্রাম্যমাণ আদালত

কঠোর লকডাউনে আয়োজিত বিয়ের খাবার এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন ভ্রাম্যমাণ আদালত

মহামা'রী করোনায় কাবু সারা দুনিয়া। বাংলাদেশও এর বাইরে নয়। আর এই কারণে সারা দেশে চলছে ৭ দিনের কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কঠোর লকডাউন উপেক্ষা করে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুষ্ঠানের ৪শ’ লোকের জন্য রান্না করা খাবার স্থানীয় দুঃস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাও গ্রামে নিমাইপাড়ায় এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে