বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০৯:৩৯:৩৮

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই ‘কৌশল’! ধরা খেল ম্যাজিস্ট্রেটের কাছে!

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই ‘কৌশল’! ধরা খেল ম্যাজিস্ট্রেটের কাছে!

এবার ম্যাজিস্ট্রেটের কাছে ধরা খেল ভুয়া লোগো লাগোনো এক গাড়ী। ঘটনাটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায়। 

এক ব্যাক্তি গাড়িতে ভুয়া সরকারি লোগো লাগিয়ে ঘাটে প্রবেশের সময় ম্যাজিস্ট্রেটের জেরার মুখে পড়েন, পরে তিনি স্বীকার করেছেন ‘কৌশল’ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে তিনি গাড়িতে এই ভুয়া লোগো লাগিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ।

এরপর ব্যক্তিগত গাড়িতে ভুয়া সরকারি লোগো লাগিয়ে আইনের চোখ ফাঁকি দেয়ার চেষ্টার অপরাধে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এ সময় আরো চারটি মামলা দিয়ে চার হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাঁচটি মামলা দেয়া হয়েছে এবং ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে