এমটিনিউজ২৪ ডেস্ক : একসঙ্গে ৭০ জন বর হাজির কনেবাড়িতে? গেট আটকে বিপাকে কনেপক্ষ। কে আসল বর বোঝার উপায় নেই। ‘আমার বিয়ে, আমার বিয়ে’ স্লোগান সবার। শুনতে অবাক মনে হলেও শুক্রবার (৬ জানুয়ারি) এমনই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁও এলাকায়।
তবে বিব্রতকর কোনো ঘটনা ঘটেনি। জেলার টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের বিয়েকে স্মরণীয় করে রাখতে এমনই কাণ্ড ঘটিয়েছেন তার বন্ধুুরা। কনে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালি।