শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:০০:৫৬

সন্তান বাঁচানো এক মায়ের হৃদয়বিদারক ঘটনা

সন্তান বাঁচানো এক মায়ের হৃদয়বিদারক ঘটনা

মুন্সীগঞ্জ : সন্তান বাঁচানো এক মায়ের হৃদয়বিদারক ঘটনা, যা শুনলে চোখে জল আসবে।  দ্রুতগামী বাসের হাত থেকে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হলো এক মাকে।

এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে।  আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার শিকার পারভীন আক্তার (৩৪) উপজেলার কুমারভোগ গ্রামের কাতার প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী।

এ ঘটনায় ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় বিক্ষুব্ধ জনতা বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।  একপর্যায়ে সংশ্লিষ্ট থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারভীন তার দুই মেয়ে, সাত বছরের সুরাইয়া ও ছয় মাস বয়সী মায়মুনাকে নিয়ে ননদ খুশীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।  রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী বিআরটিসি টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগতির বাস সামনে চলে।  

তারা জানান, অবস্থা বেগতিক দেখে পারভীন কোলে থাকা মায়মুনাকে ছিটকে ফালাতে ও হাতে থাকা সুরাইয়াকে সরিয়ে দিতে না দিতেই বাসের চাকায় পিষ্ট হন তিনি।  এতে ঘটনাস্থলেই মারা যান তিণি।  অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দুই সন্তান।

মাওয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাহাদত ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে