সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২:২০:৫৮

সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

এমটিনিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের চিত্রকোট ইউনিয়নের খারসুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নবাবগঞ্জ যাওয়ার পথে খারসুর এলাকায় ঢাকা-মেট্রো-ব সিরিয়ালের ডি এন কে পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১০ জন যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান শেখরনগর তদন্তকেদ্রের অফিসার ইনচার্জ শেখ মো.নাছির উদ্দিন বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণেই বাস দুর্ঘটনা ঘটেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরতর আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, খাদ থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করছি বাসের নিচে কোন যাত্রী নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে