শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ০৫:১৬:১৫

সংঘর্ষকালে তিনটি বাড়ি ভাঙচুর, চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংঘর্ষকালে তিনটি বাড়ি ভাঙচুর, চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানের চরপানিয়া গ্রামে ফুটবল খেলার বিরোধে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

টেঁটাবিদ্ধ মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম হোসেনকে (২৮) গুরুতর অবস্থায় ঢাকা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সংঘর্ষকালে তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার চরপানিয়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক বিতর্ক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ হয়। এর জেরে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সর্মথকদের সংঘর্ষ বাধে। এ সময় আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়িঘর ভাঙচুর করে প্রতিপক্ষ। 

বালুচর ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেন জানান, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারি হয়, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ে পুলিশ কাজ করছে।   বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে